শ্রমিক ও শোষক
লেখা : সোমা বিশ্বাস
-----------------------
শ্রমিকের পেটে লাথি মেরে
শোষক নেয় খাবার কেড়ে ।
শ্রমিককে করে তীব্র শোষণ,
শোষক দেহরক্ষী করছে পোষণ ।
নিজে করছে ভুরিভোজ-আরাম,
এদিকে শ্রমিকের হয় না বিরাম ।
অন্ন-বস্ত্র জোটে না তাও
শোষক বলে, "পরিশ্রম বাড়াও ।"
শ্রমিককে করে অকথ্য অত্যাচার,
শোষক করছে ফলাও আহার ।
টাকার পাহাড়ে শুয়ে থেকে
অঙ্গ রেখেছে রত্নে ঢেকে ।
তবুও তাদের কমেনি লোভ,
শ্রমিকের বাড়ছে ভীষণ ক্ষোভ ।
একদিন যখন শ্রমিকরা রেগে
শক্তি প্রয়োগ করবে বেগে,
সেদিন শোষক কুপোকাৎ,
শোষক হবে ধূলিসাৎ ।
একতার বল যে দেশে আছে,
সেই দেশ স্বর্গের খুব কাছে;
থাকে না সেখানে ঝগড়া-বিবাদ,
সেখানেই হয় সুখের আবাদ ।
------- শ্রীরামপুর -------
------- 29.11.2016 ------