কবিতা : সম্পর্ক
লেখা : সোমা বিশ্বাস
---------------------
মনটা যেন কাঁচের মতো
ভাঙ্গলে জোড়ার সাধ্য কার ?
ছিন্ন-বিচ্ছিন্ন টুকরো হলে
ওষুধ অচল মমতার ।
বিশ্বজুড়ে প্রেমসুধা
বিলায় যারা স্বার্থে,
তারা হলো দরিদ্র বড়ো
পরাজিত প্রকৃত অর্থে ।
নিঃস্বার্থ ভালোবেসে
যারা প্রেম দেয়,
পাবার আশা করেনা বলে
অপরাজেয় হয় ।
সম্পর্কে সন্দেহের বীজ
যখন প্রবেশ করে,
মহীরূহ সম্পর্কও
গুঁড়িয়ে ঝরে পড়ে ।
সম্পর্কের মধ্যে সন্দেহ কখনো
করতে দিও না প্রবেশ,
বিশ্বাসই সম্পর্কের চাবিকাঠি জেনো
তবেই থাকবে বেশ ।
------ হুগলী ------
----- 4.1.2017