রাজকবিকে ক্ষুদ্র কবি
সোমা বিশ্বাস
তুমি প্রসিদ্ধ কবি
কাব্যের গান শোনাও ।
তোমার কথায় সবাই ভোলে
ভাবনার জগতে ভাসাও ।
আমি সাধারণ বক্তা
আমায় শোনে কলম,
পাতা ভেজাই চোখের জলে
একাকীত্বই মলম ।
তুমি পাহাড় সমান
আমি নুড়ির টুকরো গোটা ।
তুমি সাগর সমান
আমি অশ্রু এক ফোঁটা ।
তোমার পাঠক সংখ্যা বেশি
আমি নিজেই নিজের পাঠক,
তোমার কথায় সমাজ চলে
আমি নিজেই নিজের চালক ।
তুমি চন্দ্রসম উজ্জ্বল
আমি ক্ষুদ্র প্রদীপের শিখা
তুমি জগৎ জুড়ে থাকো
আমি আঁধারে একটি শিখা ।
তোমাকে সমীহ করে সবাই
না'হয় করলো আমায় স্নেহ,
তোমার ভক্ত অনেক বেশি
আমার বন্ধু কেহ কেহ ।
তুমি মাথার উপর আছো
না'হয় হয়নি আমার উদয়,
তোমাকে মাথায় রাখে সবাই
হোক না আমার স্থান হৃদয় ।
রচনা - ৭.৩.২০১৮