পুরুষ ও প্রকৃতি
          সোমা বিশ্বাস
--------------------


তুমি স্বপ্ন হয়ে এসে বাস্তবে ধরা দিলে ।
মনকে বললে, "চলো উড়ে যাই মেঘ হয়ে
মরুভূমি ক্ষরাঞ্চলে বৃষ্টি হয়ে ঝরি,
সৃষ্টি করি সবুজ ঘাস আর বনভূমি ।"
আমিও আমার পাখনা দুটি মেলে ধরলাম -
বললাম, "চলো 'পুরুষ', যেদিকে নিয়ে যাবে, যাবো
যেখানে থাকবে, সেখানেই থাকবো
তোমার কথা মতো চলবো ।"
শুরু হলো আমাদের যাত্রা....
আজও যাত্রা শেষ হয়নি ।
আমি প্রকৃতি....
আমার এখন দুটি সন্তান....
চাঁদ আর সূর্য....
খুব দুরন্ত.....
তাদের ইচ্ছা মতো আজও দিন-রাত হয় ।