প্রজাতন্ত্র
সোমা বিশ্বাস
ইংরেজ শাসনের অবসান ঘটে এলো নতুন শাসন ।
নতুন নেতা, নতুন রাজা, ভিন্ন রকম শোষণ ।
নতুন রকম শাসনভার, নতুন রকম খেলা ।
রাজা নেই, সবাই রাজা, জনগণের মেলা ।
মাৎস্যন্যায় দেখতে চাস দেখবি দলে আয় !
প্রজা কেমন রাজা সেজে নৃশংস খেলে যায় !
রাজা আসে, রাজা যায়, বদল হয় পোশাক ।
সিংহাসনের গদী বদলায়, বদলায় না দেমাক,
গণতন্ত্র চলছে ভায়া শোষিত হয় প্রজা
আজকে সেই রাজা হয়েছে, কাল যে ছিল প্রজা ।
যে গিয়েছে লঙ্কাতে সেই হয়েছে রাবণ ।
দুর্ভিক্ষের প্লাবন খেলছে পেয়ে সিংহাসন ।
বছর বছর দিন গুনছি, অশোক রাজার আশা...
রামের মতো নেই কি রাজা ? আশায় মরবে চাষা ?