যখন নারী - পুরুষ একে অপরের প্রেমে পড়ে
তাদের দৃষ্টিতে প্রেম ঝরে ঝরে পড়ে,
তারা বুঝতে পারে না, তারা কী করছে!
আশে-পাশের মানুষ ঠিকই বুঝতে পারে।
তারা যদি গভীর প্রণয়ে আবদ্ধ হয়,
তারা দিন-রাত একে-অপরের কথা ভাবে।
সারাক্ষণ সুযোগ খুঁজতে থাকে কথা বলার জন্য,
সারাক্ষণ একে-অপরের দিকে তাকিয়ে থাকে।
এই ভালোবাসা যদি স্বামী - স্ত্রীর মধ্যে থাকে,
তাহলেই বোধহয় ভালোবাসা খুব সুন্দর।
যদি তা আকার নেয় অবৈধ সম্পর্কের
ক্রমাগত আগুনে পোড়ে চারটি অন্তর।
রচনা - ১০ সেপ্টেম্বর ২০২৪