কৃষ্ণলীলা
সোমা বিশ্বাস
তোমাকে ঘিরে বসে অাছে শত প্রেমিকা
তুমি কৃষ্ণলীলায় মেতে অাছো
অামি তোমার রাধা হতে চাই নি,
অামি তোমার বাঁশী হতে চেয়েছি ।
অামার জানা অাছে গল্প,
যে রাধার প্রেমে পড়ে তুমি বৃন্দাবন মাতিয়েছো,
তাকে তুমি ছেড়ে মথুরায় চলে গেছিলে....
অামি তোমার রাধা হতে চাই না
রাধা তুমি অন্য গোপিনিদের করো,
অামি বরং তোমার শঙ্খ হবো,
নির্জীব হয়েই থাকি,
প্রাণ পেয়ে কী লাভ ?
রাধা তো প্রাণীই ছিল,
তা'তেই বা কি হলো ?
সেই তো প্রাণহীনা হলো.....
অামি বরং ওই প্রাণহীন চক্রটা হই,
তোমার সংস্পর্শে তো থাকবো....
তুমি ছাড়া এই জীবন যে মরুভূমি
খুব ভালোবাসি তোমায়.....
রচনা - 28.3.2018 ‌/ শ্রীরামপুর