করোনাতঙ্ক
সোমা বিশ্বাস
আতঙ্ক আতঙ্ক ভীষণ রকম আজ।
ফুসফুস সংক্রমণে মৃত্যুর প্রাদুর্ভাব।
কৃত্রিম ভাইরাসে জীনের অদলবদল।
চীন করেছে মারণাস্ত্র, মৃত্যুর কালো বাদল।
চারিদিকে মানুষ আজ অসহায় ভীষণ।
মৃত্যু মিছিল সারি সারি, স্পর্শে সংক্রমণ।
মুখোশ দিয়ে মুখ ঢেকে নাও দেরী না করে আর।
নাক মুখ আর চোখ দিয়ে ভাইরাসের প্রহার।
চলে যাচ্ছে ফুসফুসে, করছে শরীর বিকল।
বন্ধ হবে হৃৎপিন্ড , ক'দিনেই শরীর অচল।
ঘন ঘন হাও ধোও, ডেটল বা স্যানিটাইজার
ভালো করে হাত না ধুয়ে কেউ করো না আহার।
ঘর থেকে বেরিও না, এড়িয়ে থাকো ভীড়।
পরামর্শ মেনে চললে সুস্থ থাকবে শরীর।
করোনাতঙ্ক কাটবে ঠিকই একদিন, খুব দ্রুত।
সাবধানবাণী মেনে চলো, রোগ পাবে না ছুঁতো।
সুস্থ থাকো, ভালো থাকো, খেয়াল রাখো সবার।
সাবধানতা মেনে চলো, পালাবে হাহাকার।
রচনা - ২২ মার্চ ২০২০, শ্রীরামপুর