হিজিবিজি
সোমা বিশ্বাস
আগডুম বাগ, বাগডুম আগ
টাক ডুমাডুম ডুমডুম টাক
গাছের মাথায় নাচে ইলিশ
নদীর জলে ভাসে বালিশ ।
হাই হুশ ঢিশ ঢিশ
ময়ুর উড়ে দেয় শিষ
পড়তে যায় দাদু স্কুল
দাদুর মাথায় কালো চুল ।
ঝুমুর ঝুমুর ঝন ঝন ঝন
মাথা ঘোরে বন বন বন
হাঁটতে মানুষ দেয় হাতে ভর
হাঁটাচলা করে গৃহস্থের ঘর ।
হুঁশ হাঁশ বাই বাই বাই
জ্বলন্ত উনুনে জ্বালানী নাই
হাওয়ায় উড়ে মানুষ ভাসে
ভাত পেকেছে ধানগাছ চাষে ।
কুচ্ কাচ্ কাচ্ কিচ্ কিচ্
পশু খায় ফল, মানুষে বীজ
ইচিং গাছে চিচিং ফলে
কারেন্টের তারে পাখিরা ঝোলে ।
কাঁই কুঁই কুঁই কোর
ভুঁই ভোর ভুঁই ভোর
আজগুবি মিছিমিছি
খাঁটি সত্যি হিজিবিজি ।