গোলাপের শোক
সোমা বিশ্বাস
ওই মেয়ে, লাল গোলাপটি ধরো না।
হায়েনা জেগে উঠবে।
জানো না, তোমার যৌবনে তার অনেক দিনের লোভ।
তোমার রূপ-যৌবন নিংড়ে নিংড়ে হায়েনা সেবন করবে।
পারলে টবে গোলাপ গাছ পোঁতো
জল দাও, যত্ন করো।
অন্ততঃ সে প্রেমের সুগন্ধ দেবে।
ওই ছেলে , গোলাপটি ছিঁড়ো না।
মৃতদেহ দিয়ে কীসের প্রেম প্রকাশ?
দিতে হলে গোলাপ বাগান দাও,
না পারতো একটি গোলাপ চারা।
ভালোবাসায় মৃত উপহার দেও কেন?
রচনা : ৭ ফেব্রুয়ারি ২০১৯