দুঃখী মাঠ
সোমা বিশ্বাস
আকাশটা খুব কাঁদছে।
মাঠে এখন মন্বন্তর, তাই তার মন খারাপ।
মাঠ জানে না, তাকে কেউ চায় ভীষণভাবে।
লাঙল চষতে নয়, শুধু ভালোবাসতে।
নরম ঘাসের ওপর বসে আকাশের তারা গুনতে চায়
ঘন্টার পর ঘন্টা রোদে ঘেমেও নিশ্বাস নিতে চায়
শুরু থেকে শেষ পর্যন্ত আপাদমস্তক ভালোবাসতে চায়।
আকাশটা সমানে কাঁদছে
তাই মাঠের চোখে কাদা।
মাঠ কি জানে না, তাকে কেউ ভালোবাসে?
মাঠ কি জানে না, তার দুঃখে কেউ সমান দুঃখী?
রচনা : ২০ সেপ্টেম্বর ২০১৮
শ্রীরামপুর, হুগলি