দস্যি কালবৈশাখী
সোমা বিশ্বাস
কালো আকাশ, প্রবল তুফান, সিঁদুরে মেঘের ডর...
দুরন্ত এক দস্যিবেশে কালবৈশাখী ঝড় !
ওরে বৈশাখী ! লক্ষ্মী মেয়ে পারিস না কী হতে ?
হাঁটুজলে গবাদিগুলো জড়োসড়ো ভীতে ।
উঁপড়ে ফেলে গাছগুলোকে দেখাস কেন রোষ ?
এত অভিমান করিস কেন ? কে করেছে দোষ ?
চলে গেছে বসন্ত, তাই কী ক্ষোভ এত ?
পরের বছর আসবে আবার, দেবে প্রেম যত ।
শান্ত হয়ে মেঘ-চুলে খোঁপা বাঁধরে ক্ষেপি
তোর জন্য এনেছি দ্যাখ্ আম্রমুকুল ঝাঁপি ।
পাগলী মেয়ে বিকেলবেলায় দাপাস নারে শোন্
বসন্তকে বলে দেবে ক্ষুব্ধ বনাঞ্চল ।