বৃষ্টি
সোমা বিশ্বাস

খুব তৃষ্ণার্ত হয়ে তৃষ্ণা মেটাতে
              ডুব দিলাম জলাশয়ে,

জল পেলাম না, ছিল পাঁক ।

পাশের মাঠে তখন হচ্ছে মুষলধারে বৃষ্টি ।

আমি চাতক পাখির মত আশ্রয় নিতে গেলাম ।

বৃষ্টি তখন থেমে গেছে, সূর্যটা তখন মাথায় ।

প্রখর রোদ,

আমি হাসছি, কারণ

আমার চোখে তখন একফোঁটা বৃষ্টি ।

রচনা - ১২ জুলাই , ১০১৮