বাতাস চোর
সোমা বিশ্বাস
যদি বাতাস চোর এসে কোনোদিন তার
ছিপ দিয়ে বাতাসকে ধরে
তার ঝুলিতে পুরে
চলে যায় কোনও অচিনপুরে,
তাহলে ভেবে দেখেছো কী
কী হতে পারে এই পৃথিবীর,
গাছ-পালা, পশু-পাখি, প্রাণীর?
যদি না ভেবে থাকো, ভাবো...
যদি কখনো বাতাস চোরের প্রেমে পড়ে
গাছগুলো আত্মহত্যা করে
ভেবে দেখেছো কী
মানুষগুলো বাঁচবে কী করে?
যদি কখনো এমন হয়,
বাতাস চোর বেছে বেছে অক্সিজেন নেয়
পরিবর্তে দেয় শুধু কার্বন-ডাই-অক্সাইড
তুমি কি নেবে বলো, অক্সিজেন মাস্ক?
কতদিন? কতদিন? আর ক`টা নেবে?
একদিন না একদিন সিলিন্ডার শেষ হবে।
এভাবে প্রতিদিন বাতাস চোর -
জিতে যাচ্ছে,
একদিন জিতেও যাবে।
গাছ কাটছো প্রতিদিন,
বাঁচাচ্ছো কী?
ভেবে দ্যাখো...
কেন নিজের ধ্বংসের মানচিত্র,
নিজের হাতে আঁকো?
এখনও ভাবার সময় আছে,
গাছ লাগাও, প্রাণ বাঁচাও।
নিজে বাঁচো, জীব বাঁচাও।
সন্তান স্নেহে অঙ্কুর বাঁচাও।
রচনা - ১৪.৩.২০১৮
শ্রীরামপুর হুগলি