আশ্রয়
সোমা বিশ্বাস
জীবনটা শুধু খোলা আকাশ নয়
বাঁচার জন্য চাই মাথার ওপর ছাউনি ।
জীবনটা নয় শুধু খরস্রোতা নদী,
কখনো কখনো পারাপারের জন্য প্রয়োজন হয়
একটা নৌকা, ভেলা বা ডিঙি ।
বা হয়তো জাহাজ, লঞ্চ্ বা স্টিমার ।
কখনো বা বাঁচার জন্য আঁকড়ে ধরতে হয়
তীরের মুঠো শুকনো ঘাসের পাতা ।
জীবনটা নয় কোনো দুর্গম অরণ্য,
কখনো কখনো প্রয়োজন একটা পর্ণকুটীর,
কখনো গাছের ডালে, গুহায়, গর্তে বা মাটিতে ।
জীবনটা নয় শুধু ঘৃণা-অবহেলার প্রসাদ,
কখনো কখনো প্রয়োজন হয় ভালোবাসা-অমৃত,
যার স্বাদে জীবনটা হয়ে ওঠে স্বর্গীয় ।
প্রয়োজন তো হয়ই একটা আশ্রয়...
-----------------------
শ্রীরামপুর, 22.1.2017