আমরা কবি
সোমা বিশ্বাস


কথা ভেঙে কথা গড়া
         আমাদের কাছেই সাজে ।
দুঃখেরা ঘনিষ্ঠ আত্মীয় হয়
           কেবল আমাদের কাছে ।


কবিতাতে সুর দিয়ে
          আমরাই গাই গান ।
'গায়ক' বলে ভুল করো,
          পদ্যের জয়গান ।


জীবন শুধুই কবিতা ভরা
           তুলে করি প্রকাশ ।
নাচে গানে অভিনয়ে
          'নট' মিথ্যা প্রকাশ ।


চাঁদ সূর্য আকাশ জুড়ে
            আমরা খুঁজি ছন্দ ।
'বিজ্ঞানী' ভেবে ভুল করো না
             করতে এসো না দ্বন্দ্ব ।


ছন্দ অলংকার বাক্য সাজিয়ে
            কবিতার চিকিৎসা ।
'চিকিৎসক' তো উপাধি মাত্র
             কবিত্বেরই প্রশংসা ।


শিক্ষা-দীক্ষা আচার-বিচার
            এসব আমরা শেখাই ।
সন্তান স্নেহে কবিতা গড়ি,
           'শিক্ষক' উপাধি পাই ।


ধীরে ধীরে খাদ্য দিয়ে
              যত্নে গড়ি সন্তান ।
'পিতা'র স্নেহে কবিতাকে
              করে তুলি মহান ।


নয় মাস নয় দিন
             গর্ভে ধারণ করি ।
কবিতাকে জন্ম দিই
              'মমত্ব'কেই স্মরি ।


সৃষ্টি করি, ধ্বংস করি
            আমরাই কর্তা ।
আমরা কর্ম, উদ্দেশ্য-বিধেয়,
             আগামী প্রজন্মেরও বার্তা ।
        



রচনা : ১৬ মার্চ ২০১৮, শ্রীরামপুর হুগলি