আমি আসছি
লেখা : সোমা বিশ্বাস


আমি কল্কি অবতার, নারায়ণের দশম অবতার ।
খুব শীঘ্রই আসছি এই মর্ত্যে আবার ।
পাপ গেছে বেড়ে, ভাই-ভাইকে মারে ।
লোকো-সম্মুখে পাষণ্ড নারীকে ধর্ষণ করে ।
মেয়ে মানুষের শরীর হয়ে গেছে খেলনা ।
মা-বাবা হয়েছেন পর - এ মেনে নেওয়া যায় না ।
টাকা এখন ভগবান, ভগবান হয়েছেন পাথর ।
নির্দয় ভাবে খুন করে শোকে হয় না কাতর ।
সত্য হয়েছে পাতালবাসী । সমাজ হয়েছে নরক ।
শিঁকেতে পুড়িয়ে কাবাব খাচ্ছে ধনী নরখাদক ।
ভগবান-হরিনাম গান কেউ গায় না সহজে ,
ভগবানের কুত্সার গান প্রচারিত হচ্ছে মগজে ।
আমি আসছি ত্বরা করে তোমাদের জীবনে আবার, সবকিছু দেবো ঝড়ের মতো বদলে, আমি কল্কি অবতার ।
ধর্মের অধঃপতন হয়ে অধর্মের অভ্যুত্থান হবে যখন,
আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তখন ।
দুষ্কৃতীদের বিনাশ করতে, সাধুদের করতে পরিত্রাণ,
যুগে যুগে অবতীর্ণ হই করতে ধর্ম-সংস্থাপন ।
"যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ ।
অভ্যুথ্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ।।
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্ ।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ।।"