আগুন - ২
সোমা বিশ্বাস
আগুনকে বললাম, "বন্ধু আর ভালো লাগে না।
চারিদিকে হিংসা অমানবিক যাতনা।
কী যে করি, এবার ন্যায় - বিচার চাই।
তুমি কিছু উপায় একটা বের করো না ভাই।
দেখো না মানুষ কেমন মানুষকেই মারে।
ধর্ষণ করে মেয়েদের খুন করেই ছাড়ে।
বৃদ্ধা বা কোলের শিশু কেউ বাদ নেই আর।
স্কুলের শিক্ষকরাও এখন হয়েছে জানোয়ার।
দেখো না, কেমন বাবা - মা হয় লাঞ্ছিত।
বিবাহিতা ধর্মপত্নীও হয় অত্যাচারিত।
কিছু একটা উপায় বার করো না ভাই।
আমার যে এবার ন্যায় - বিচার চাই। "
আগুন বললো," ভায়া একটু সবুর করো।
পাপগুলো হোক সবার একটু জড়োসড়ো।
নিজেই নিজের কর্মফল ভোগ করবে সবাই।
আমি কি কেবল বাহ্যিক? অন্তরেও পোড়াই।
আমার থেকে পার পাবে, এমন মানুষ কে?
যেমন কর্ম করবে প্রাণী, তেমন ভোগ করবে। "
রচনা-১১ মার্চ ২০১৮, শ্রীরামপুর