____________শ্রাবণী___________

              আজ সন্ধ্যায় সমবেত সবাই
                     শ্রাবণের গানে।
            সবে মিলে ধরে তান আনন্দমনে।
            ধুপ দ্বীপ জ্বালায়ে ,সাজায়ে আসন,
               মনসা পুঁথির কথা করে বর্ণন।
          একজন পরে পুঁথি ,নানা  রকম সুরে,
          পিছন থেকে ধরে গান আসরের সবে।
        কেউ বাজায় হারমোনিয়াম উচ্চাঙ্গ সুরে,
              কেউ আবার বাজায় ঢোল,
                   মাথা নেড়েচেড়ে।
     কেউ বাজায় কাঁসর আর কেউবা করতাল,
     কতজন কত রকম দেখায় গানের তাল।
        গানে মগ্ন কতজন ,কতজন নাচে,
      পিছন থেকে কেউ আবার মুচকি হাঁসি হাঁসে।
      সারাদিনের খাটাখাটনি বসে আসরের পাশে
       আঁখি যেন মুদিয়া আসে ক্লান্তির বেশে।
            অধীর আনন্দে সমবেত সবে
                  কত না স্বতঃস্পূর্তি,
              শ্রাবণে এখনো বইছে সেই
              বাঙালির ঐতিহ্যের গীতি।।

                                  🙏🏻 এস রায়🙏🏻