___________সময়____________

          দেখো ভাই,সময় তো বেশি নাই,
       মাতৃস্নেহে খেলাধুলায় শৈশবের বিদায়।

         কৈশোরে লেখাপড়া বন্ধু-বান্ধব মিলে,
    সেই থেকেই কর্মজীবনের বাতাস বয়হিল্লোলে।
      বুঝতে হবে, শিখতে হবে, ধরতে হবে হাল
        শুরু হবে জীবন যুদ্ধ তুলতে হবে পাল ।
          যেদিনের যে কাজ সেদিন করে নিও,
       পরে করব বলে ঠেকায়ে রেখো না কখনো ।

      আঠেরো থেকে ত্রিশ বছর যৌবনের ছোঁয়া,
       নানা স্বপ্ন, নানা কল্পনা,মনে চড়াবে ধোঁয়া ।
       স্থির করে মতিগতি করো অসাধ্য সাধন,
     মন ও স্বাস্থ্য সঙ্গ দেবে মানবে না কোন বাঁধন ।

         নানা ব্যেধি আসবে ধেয়ে চল্লিশের পর,
       কারোবা উচ্চ রক্তচাপ,কারো বা সুগার,            
         কারোবা থাইরয়েড,কারো বা কলোরস্টল।  
      বছরে দু একবার ডাক্তারের পরামর্শ নিলে,
       পঞ্চাশ বছরটা কেটে যাবে অতি ভাগ্য বলে ।

      ধীরে ধীরে চলে যাবে বার্ধক্যের দিকে,
      বিপদ আসছে ভেবে ঈশ্বরকে ডাকে।
   হে ঈশ্বর, সময়ের শেষে তোমার কৃপাই চাই,
       দেখো ভাই,সময় তো বেশি নাই।।
                                🙏🏻 এস রায় 🙏🏻