____________রূপ____________
শ্যাম বর্ণ ,মৃগনয়ন, মেষকেশ শিরে
বাঁধিয়া পাগড়ী ময়ূরপঙ্খরি
ধরিয়া রেখেছো শিরে।
ধনুকাকৃতি ভ্রুকুটি তব,
নাশিকা তীর কাঠি ।
ওষ্ঠ যেন গোলাপ পঙ্খরি,
হাসিতে মুক্তার জ্যোতি ।
মৃদু হাওয়ায় দুলে যেন তার কর্ণদুল,
গলায় বনফুলের মালা আনন্দে বিভোর।
হস্ত কমলে বাঁশের বংশী,
বাজে সপ্তমৃদু সুর ।
সে সুরে ধন্য করেছো
স্বর্গ মর্ত্য আর অসুর ।
ত্রিভঙ্গ রূপ তব মন মুগ্ধকর,
তুমি যে পরম পিতা তুমি অধীশ্বর।
তব দেহ লাবণ্য ভূষণে পরিণত,
চরণ কমল যেন স্পর্শে মুর্ছিত।
ধরণী ধন্য তুমি করেছো স্থাপন ,
তব চরণ স্পর্শে যেন হয়েছে বৃন্দাবন ।
নিমিত্ত রূপে এসেছি ভূলোকে,
প্রসাদে পেয়েছি প্রাণ,
তব নাম স্মরি চরণ পদ্মে
অন্তিমে দিও স্থান।।
🙏🏻এস রায় 🙏🏻