__________ প্রশ্ন ____________

শান্ত হৃদয়ে ভাবি একা মনে ,
সৃষ্টি করেছো মানবজাতির এ বিশ্ব লয়ে ।
শান্তির চাবিকাঠি রেখেছো তোমার হাতে ,
দাওনি বুঝি খুলে!
কেন দেখালে না ধ্রুবতারার মতো দিশা হয়?
কেন দিলে না সঠিক মানবতার বীজ বয়ে?
কেন এত অহংকার ,অত্যাচার দিকে দিকে?
ছদ্দবেশীরা ঘুরছেশুধু পথের বাঁকে বাঁকে ।
কেন মান অভিমানে পাষান করেছ হৃদয়?
খানিক করতে পারলে না বুঝি,
ভালোবাসার উদয়।
কোথা থেকে সৃষ্টি করেছো ধর্মের ভেদাভেদ?
মানব যদি এক জাতি হয় ,
তবে আমাদে কেনবিভেদ?
সৃষ্টির পূর্ণতায় গড়েছো পুরুষ নারী,
কেন নির্যাতিত হচ্ছে চারদিকে মাতৃরূপী নারী?
রক্ষা করো, রক্ষা করো ,
রক্ষা করো ধরণী রে ।
তোমার সৃষ্টিতে সবই যদি হয়,
তবে শান্তির চাবিকাঠি দাওনা খোলে॥