______প্রকৃতি ______


পাহাড় জঙ্গলে ভরা উত্তরপূর্বাঞ্চল
কি বিচিত্র রূপ তার প্রকৃতি চঞ্চল।
অশান্ত নদীরজল বইছে খরশ্রুতে  
ছোট বড় পাথর খণ্ড ছড়িয়ে ছিঁটিয়ে আছে
বড়সড় পাহাড়গুলি প্রতিযোগিতায় বাধা
কে আগে ছুঁয়ে দেখাবে নীল দিগন্তটা
বৃহৎ বৃক্ষ,লতা সবি জড়িয়ে আছে
তারাও যেন উর্ধমুখে হাত বাড়িয়ে আছে।
পাহাড় তলে নদীর ধারে কত পশুপাখি
প্রতিযোগিতা দেখার জন্য তাবাই যেন সাক্ষী।
মহিষগুলি কাঁদা মাটিতে গড়াগড়ি যায়
গৃহপালিত পশুগুলি কঁচি ঘাস খায়।
পাহাড় ঢালে পাকারাস্তায় যানচলাচল করে, কখনো আবার বর্ষা কালে ধস পরে বিপদ চলে আসে।
ঐ পাহাড়ের চুরা থেকে আসে ঝর্নার জল,
লতাগুল্ম সবই যেন পাচ্ছে তাতে বল।
ধিরে ধিরে সূর্য যখন অস্তমিত হয়,
ক্লান্ত এ বিচিত্রতা একটু শান্ত হয়।


                                       🙏🏻এস রায় 🙏🏻