___________পরিচয়___________
জগৎ মাঝে মানবজাতি
শ্রেষ্ঠ লোকে কয় ,
মানব কি করে শ্রেষ্ঠ হল
সেটাই প্রশ্ন হয়।
একে অপরে করে বিদ্বেষ
করে খুনাখুনি ।
নিজেকে নিজেই ভাবে
আমি অতি গুনি ।
অর্থ সামর্থ্য বেড়ে যদি
দাঁড়ায় একটুখানি ,
ভাবে মূর্খের দেশে আমার মত
আর কে আছে জ্ঞানি।
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুধু
ভাগাভাগি নিয়ে ,
সকল কিছুর ভাগ নিতে রাজি
বৃদ্ধ মা-বাবাকে বাদ দিয়ে।
উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে
রোজগার অনেক করে,
ব্যবহারটা শিখে উঠেনি শুধু
অহংকারের জেরে।
চারিদিকে বইছে হাওয়া শুধুই
প্রতিহিংসা ,
সমাজের সকলেই যেন চায়
আপন আপন প্রশংসা ।
কোথায় রইল ধর্ম কর্ম ,
কোথায় সঠিক লয়?
জগতের মাঝে এটাই কি হলো
শ্রেষ্ঠত্বের পরিচয়?
🙏🏻 এস রায়🙏🏻