____________নারী___________

আমরা নারী ভেবো না দুর্বল
নারী কঠিন ,নারী কোমল।
যেন মাতৃ শক্তির উৎস স্থল ।
নারীই পারে সৃষ্টির রূপ দিতে
করে অসুরের নিধন ।
নারী চায় আত্মসম্মান,
চায় ভালোবাসা, চায় বিশ্বাস ।
বিনিময়ে ধরে রাখে সংসারে হাল,
দেয় একরাশ আনন্দ উচ্ছ্বাস।
নারী করেছে এভারেস্ট জয়,
শিখেছে চালাতে রাষ্ট্র ।
তারাও চালিয়েছে চন্দ্রযান ,
কভু হয়নি মতিভ্রষ্ট।
নারী ও ছিল স্বাধীনতা সংগ্রামী
করেছে দেশের সেবা ।
তারাও জেগে উঠেছিল সেদিন
রানী লক্ষ্মীবাঈ ও মাদার টেরেজা।
ছদ্দবেশী নরপিচাশ কিছু
ঘুরছে অসুর রূপে
ভুলে গেছে ওরা,
জন্ম ওদের নারীগর্ভ হতে।
জানিনে কিসে দম্ভ এতো ,
কিসের অহংকার ।
নারী বিনে জগৎ ছন্নছাড়া
যেন ঘুর অন্ধকার।।

                                 🙏🏻এস রায়🙏🏻