_________খার্চি মেলা___________

ত্রিপুরার ঐতিহ্য খার্চি পূজা
জাতি উপজাতির যেন মিলনমেলা ।
আষাঢ় মাসের মেঘলা হাওয়া ,
কত আনন্দ কত উৎফুল্লতা।
কিবা বৃষ্টি, কিবা রোদ,
জনসমাগম যেন জমায় তোপ ।
চতুর্দশ দেবদেবী বসায়ে এক আসনে,
চন্তাইরা করে পূজা আপন মনে ।
কত জটাধারী ,কত সন্ন্যাসী জমায় আসর ,
কেউ ধরে গান,কেউ বাজায় শঙ্খ ,বাজায় কাঁসর।
ঝিরঝির বৃষ্টি আর হাল্কা রোদের হাসি ,
জনসমাগম যেন বাড়ছে রাশি রাশি।
কত দোকানী করছে বেচা কিনি ,
কতজন করেশুধু দর কষাকষি ।
ছোট ছেলে কত কিনছে খেলনা ,
একটু বাদে বাদে ধরছে বায়না ।
বলে ,আর দেরি নয়, এবার ফিরে চল ,
আসবো আবার আগামী বছর।
কত হইচই ,কত জনঢল ,কত বিচিত্র নিদর্শন ,
সাত দিনব্যাপী ভরে থাকে সেই মেলা প্রাঙ্গণ।
বিদায়ের দিনে যেন জানায় আবার ,
আগামী বছরের অভিনন্দন।।


                                   🙏🏻 এস রায়🙏🏻