_________ঝড়োহাওয়া_________
বৈশাখের সেই বিকেল বেলা,
হঠাৎ আসলো ঝড়ো হাওয়া,
পরনে লাল পাড়ের শাড়ি,
মাটির কলসী কাঁখে ধরি,
কুলবধুদের যেন লাগলো হুড়াহুড়ি।
ছুটছে ঘরের মুখে ,টানছে মাথার শাড়ি,
মনে মনে ভাবে ,কি করে দেবো যে পথটা পাড়ি।
ঘরে যে ঘুমন্ত খোকা,
রেখে এসেছি একা,
যদি জেগে যায়, কেঁদে ডাকবে আমায়,
পাবে না যে মায়ের দেখা।
হায়রে ছড়োহাওয়া, একটু থেমে দাঁড়া,
আগে ঘরে যাই,
খোকাকে সামলাই,
তারপর না হয়,দেখাবি তোর তাড়া।।
🙏🏻 এস রায় 🙏🏻