___________একাকীত্ব__________
আমি যখন ঘরের কোণে বসে থাকি একা
হৃদয়ের কোণে জ্বলে নানা দীপশিখা ।
সে শিখা বলে যেন নই তো আমি একা ,
আমাকে প্রজ্বলিত করে সেই উজ্জ্বল রূপরেখা ।
মনে পড়ে স্মৃতির কত রূপ ,
একান্তে বসে হয়ে থাকি চুপ ।
ভাবনা আমার ভ্রান্ত পথিকের মত ,
কখন কি ভেসে আসে নেই সীমান্ত।
নদীর স্রোতের যেমন টলোমলো গতি ,
জীবনধারায় তেমন থাকে না বিরতি ।
মোহের বসে সংসারে কত মাখামাখি ,
সকলেরই আপন ভাবিয়া সযতনে রাখি ।
ফুরন্ত সময়ে অনেক আশা ভরসা,
পিছনে তাকিয়ে দেখি ,
সেই ,আবারো আমি একান্ত একা।।
🙏🏻 এস রায়🙏🏻