__________চঞ্চল_____________
নিবিড় বারিতে সিক্ত করেছে ভুবন
প্রকৃতির মাঝে বইছে মৃদু সমিরন ।
প্রভাতের রবি কর বাঁধিয়া রেখেছে মেঘে ,
বর্ষার হৃদয় যেন শরৎকে ডাকে।
দশপ্রহরী যেন জাগে ঊষার ফাঁকে ,
আড়াল হতে তাকিয়ে আছে ধরনির দিকে ।
মৌটুসি ,বুলবুলি ,শালিক, চড়াই ,
সমবেত সকল যেন আগমনী গায়।
পুষ্পেতে ভ্রমর বসে ধরছে আপন তান,
মুছায়ে দেয় যেন অন্তরের সকল ম্লান ।
নদীর বাঁকে কাশফুল এখনো উঠেনি জেগে ,
শিউলি কলি যেন মৃদু আঁখি মেলে দেখে।
শ্যামল সুন্দর শান্ত বনায়াণ ,
হাওয়ার দোলায় হেঁসে বিতায় জীবন।
পুলকিত হংস ডুবে দিঘিরজলে ,
তরঙ্গীত জল ভাসে নিজ নিজ তালে ।
অদূরে চাষী ভাই গাইছে বাদল গান,
সবুজে ভাসিয়ে মন করে ক্লান্তির অবসান ।
আজ প্রভাতে হৃদয় হয়েছে চঞ্চল ,
ইচ্ছে আবার নতুন প্রেমে বাঁধবো ধরনিতল।
🙏🏻এস রায়🙏🏻