___________বিরহিনী___________

মম অন্তরে যেন রহিলো না প্রাণ,
তব প্রেমে আপনারে করেছি যে দান।
অচেতন মন ফিরে সারাক্ষণ,
পেতে চায় শুধু শ্যামদর্শন।
এহেনরুপ দেখিনি তো আর,
আঁখি মাঝে যেন ফিরে বার বার।
হতাম যদি বিহঙ্গ আকার,
পাখা উড়াইয়া গিয়া তোমারে হেরিতাম।
ব্যাকুল অন্তরে বসিয়া নদী তটে,
ভাবিনু তব কথা,
আঁখি নীড়ে যেন ভাসিয়া যায় মোর,
হৃদয় ভাঙ্গা বক্ষটা।
এলোমেলো কেশে আসিয়া তমাল তলে,
খুঁজি তব সৌরভ,
নেই কোথাও আলোড়িত হওয়া,
কোথাও নেই সেই বিহঙ্গ কলরব।
চাতক পাখি বসে আছে নিকুঞ্জবনে,
দিবানিশি ডাকে শুধু প্রভু প্রভু তানে।
তব মুরলি ধ্বনী যেন গুঞ্জে চারদিকে,
শ্রবণে মনে হয় যেন রাধে রাধে ডাকে।
কমল চরণের নুপুর ধ্বনী,
এখনো শ্রবণে ধায়,
কৃষ্ণ নামের কলঙ্ক মোড়ে,
মাখিয়ে দিলে হায়।।

                               🙏🏻 এস রায় 🙏🏻