____________বন্যা___________

সেদিনের সেই ঘন বর্ষায় ,
ভাসিয়ে নিল সব প্লাবিত বন্যায় ।
চারদিক থমথমে থেমে গেছে বাতাস,
প্রকৃতির সে কি নির্মম পরিহাস ।
নিদারুন শব্দে বাদল ঝরছে ঝরোঝর,
ধরণী যেন লইচ্ছে কূলে পাতিয়া আঁচল।
ভরে উঠে চারদিক জলে জলাকার,
ক্ষনিকে ভাসিয়া গেলো তিলে তিলে গড়া
সেই স্বপ্নের ঘর দুয়ার।
সঞ্চিত ঘরে যত ছিল দানা শস্য ,
ভেসে গেল সব যতেক সর্বস্ব ।
পালিত পাখিগুলি খানিক ভাসিল জলে,
কিছু সময় পরে আর দেখা নাহি মিলে ।
গৃহপালিত পশু কিছু রেখেছে উজান পাড়,
কিছু কোথা গেছে ভেসে নাইকো সন্ধ্যান।
কূলেরশিশু জড়িয়ে বুকে সেকি হাহাকার,
কত মায়ের কূল হয়েছে খালি করছে চিৎকার ।
কি করে যে বাঁচবে পরান
সকলে দিশেহারা ,
প্রতিশোধ যেন নিচ্ছে প্রকৃতি
হয়েছে পাগল পারা।।

                                🙏🏻 এস রায়🙏🏻