___________আপন___________
আপন ভাবিয়া যারে করেছি অন্তর দান
চিরদিন কাছে পাবো এই অভিলাষ ।
পুষ্প যেমন সবুজে শোভা পায়
আপন শোভা তব ছত্রছায়ায় ।
আপন বলিতে কতই আপন,
সকলেই যেন সূর্য কিরণ ,
কখনো অস্তমিত কখনো উত্তরণ।
সেই আপন মোর নাই প্রয়োজন ।
বরিতে ছত্র আর অনলে পানি ,
এমন সঙ্গী আমি তোমাকেই চিনি।
বিধাতার বিধানে যদি ডাক পাই ,
যেথায় বা থাকি ,থাকবো তব অপেক্ষায়
আবার মিলিব হেথায়, তব ছত্রছায়ায়।
🙏🏻 এস রায়🙏🏻