তুমি ভাবছো আমি কাঁদছি;
আসলে কিন্তু তা নয়,
চোখের ভিতর ধুলো যাওয়ায়
জ্বলুনি হচ্ছে,
তাই চোখ দিয়ে পানি পড়ছে,
চোখ দিয়ে পানি পড়া
আর কান্না করা এক নয়,
তোমার ভাবনায় ভুল আছে!

তুমি ভেবেছিলে
আমি তোমায় ভালবাসতাম;
আসলে কিন্তু তা নয়,
যান্ত্রিক জীবনে
হাসি মুখের দেখা পাওয়া দুষ্কর,
তোমার প্রাণবন্ত হাসিমুখ
যখন দেখতাম
অপলক তাকিয়ে থাকতাম,
কেমন করে এত সুন্দর হাসতে তুমি?
অপলক তোমার হাসির দিকে
তাকিয়ে থাকা
আর তোমাকে ভালোবাসা এক নয়,
তোমার ভাবনায় ভুল ছিল!

তুমি ভেবেছো
অবজ্ঞা করে
সবকিছু ফেলে দেয়া সম্ভব;
আসলে কিন্তু তা নয়,
তুমি যাকে ভালবাসতে
তার আর তোমার
ভালবাসার নিদর্শন
তুমি চাইলেও ফেলতে পারনি,
তোমার হাতে দেয়া ফুলকে
তুমি ফেলে দিতে চেয়েছ,
কিন্তু আশ্চর্যের ব্যাপার,
ফুল কুড়ানোর মত শক্তি ও তোমার নেই,
ফেলা তো অনেক পরের ব্যাপার,
তোমার ভাবনায় ভুল আছে!

যখন আমার কাছে এসে বললে
অনেক দূরে চলে যাবে,
আমি ভেবেছি তুমি ঠাট্টা করছ,
যখন বললে
তোমার ভালবাসার মানুষ
তোমাকে গ্রহণ করেনি,
তুমি আমাকে ভালবাসতে চাইলে যখন,
আমি ভাবলাম তুমি ঠাট্টা করছ।

এখন
অনেকদিন পর
আমি একা
শুয়ে, বসে কাঁদি;
কারণ আমার ভাবনায় ভুল ছিল!!