কার মরণ নেই?
কে মরে না?
এর উত্তর দিতে গেলে
কেউ কিছু ভাবে না!

বলে,
এই পৃথিবীতে যা কিছুর আছে জীবন প্রাণ,
তাদের সকলেরই করতে হবে মৃত্যুর সুধা পান।

তবে কেন মিছে কর্ম মুখরতা?
সারাদিন মান আবাল-বৃদ্ধ-বনিতা?
শুধু কি বাঁচার আশায়,
সময় চলে যায়?
মরতে কেহ নাহি চায়!

এরই মাঝে সকাল সাঁঝে
প্রতি মুহূর্তে আশে বার্তা -
তোমাকে দিলাম থামিয়ে "হে চঞ্চলতা",
হোক যত ক্ষুদ্র - থাকুক যত ধন,
মৃত্যুর সাথে তার হবে আলিঙ্গন।