মরে গেলে কেউ কেউ পঁচে যায়;
তার নিথর দেহের আহবানে
ধরণীর বুকে জাগে না বিস্ময়,
কারোই ক্ষতি হয় না কিছুই
জীবন চলে তার আপন গতিতে।
মরে গেলে কেউ কেউ বেঁচে যায়;
যান্ত্রিক জীবনে মত্ত থেকে,
জীবিকার তাগিদে সীমাহীন ছুটতে গিয়ে
হয়না দেখা তার আপন সত্তা,
প্রাধান্য পায় না নিজের অস্তিত্ব,
সময়ের বেড়াজালে বন্দি থেকে
আলিঙ্গন করা হয় না তার প্রিয় মানুষ।
মরে গেলে কেউ কেউ ইতিহাস হয়ে থাকে;
তাদের কর্ম নিয়ে রচিত হয় অগণিত কাব্য,
স্মরণ সভার মিছিল নিয়ে হয় প্রতিযোগিতা
চায়ের কাপে উঠে ঝড়,
তাদের দেখানো পথে চর্চা চলে
তাদের অস্তিত্বের খননে লালিত হয় হাজারো স্বপ্ন।
মরে গেলে কেউ কেউ জিতে যায়;
অনাকাঙ্ক্ষিত মানুষের আফসোস সাথী হয়
ধুঁকে ধুঁকে চলা জীবনের অন্ত ঘটে,
সকল ভুল বুঝাবুঝির অবসান হয়
প্রেয়সীর হাতের স্পর্শ পায় বুকে।