ভয়ংকর এক যুদ্ধ চলছে পৃথিবীতে
অদ্ভুত এক যুদ্ধ
বেঁচে থাকার যুদ্ধ
অজানা এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ
যুদ্ধ করছে সবাই
কে কোথায় কীভাবে মরে যাচ্ছে -
কেউ জানে না
যুদ্ধ কবে শেষ হবে -
কেউ জানে না
যুদ্ধ শেষে বেঁচে থাকব কি না -
কেউ জানে না
দেশ থেকে চলে গেছে প্রায় বিশ হাজার মানুষ
দুনিয়া থেকে চলে গেছে প্রায় অর্ধ শত লক্ষ মানুষ
বিশ্বে প্রতি মিনিটে এগারো জন মরে যাচ্ছে ক্ষুধায়
ডেঙ্গুতে কত যাচ্ছে -
তার খবর রাখি না
গত দেড় বছরে নিঃস্ব হয়ে
কত মানুষ না খেয়ে চলে যাচ্ছে -
তার হিসেব রাখি না
আত্মসম্মান বিসর্জন দিতে না পেরে
কত প্রাণ আত্মহত্যায় ঝরে গেছে -
তার খবর রাখি না
গত দেড় বছর ধরে আমি দিব্যি বেঁচে আছি
আমি খাচ্ছি -
যখন নিত্য প্রয়োজনীয় খাবারের দাম
নাগালের বাইরে চলে যাচ্ছে
আমি শ্বাস নিচ্ছি -
যখন অক্সিজেনের দাম আকাশ ছুঁয়েছে
আমার শরীরে এখনো রক্ত বইছে -
যখন প্রতি ফোঁটা রক্তের জন্য
হাহাকার চলছে
এর পরেও আমি
অন্যের ওপর জুলুম করছি
নিজেকে নিয়েই ব্যস্ত থাকছি
অন্যের ঘাড়ে পা দিয়ে -
উপরে উঠার চেষ্টায় মত্ত আছি
অন্যকে শোষন করে -
নিজের সম্পদ বাড়াচ্ছি
যে সত্তা আমাকে করুণা করে
বাঁচিয়ে রেখেছেন -
তাকে ভুলে গেছি!