কার মালা তুমি গ্রহণ করেছ,
কারটা দিয়েছ ফিরিয়ে?
কার শিখা দিয়ে প্রদীপ জ্বেলেছ,
কারটা দিয়েছ নিভিয়ে?
কার মোহে তুমি অন্ধ হয়েছ,
কষ্ট পেয়েছ কি না পেয়ে?
কিসের আশায় অপেক্ষা করেছ,
কী হয়েছ কী না হয়ে?
কারা ছিল খুব শান্তিতে,
তোমাকে অনেক কষ্ট দিয়ে?
কারা ছিল তোমার পাশেই,
অন্য কোথাও না গিয়ে?
কাকে তোমার কাছে চেয়েছিলে,
বাঁচতে চেয়েছ কাকে নিয়ে?
কাকে তুমি ভালবেসেছিলে,
করতে চেয়েছিলে কাকে বিয়ে?
কী কী তুমি চেয়েও পাওনি,
বলতে পারনি কার ভয়ে?
নিজের কেন ক্ষতি করেছ,
নষ্ট হয়েছ ক্ষয়ে ক্ষয়ে?
কার অধিকার হরণ করেছ,
দেখনি কেন হিসাব মিলিয়ে?
কে তোমাকে ধরায় পাঠাল,
কী করে গেলে নিজেকে হারিয়ে?