তোমরা কি গন্ধ পাও না?
পঁচে যাওয়া এক জাতির গন্ধ,
নষ্ট হয়ে যাওয়া কতক স্বত্ত্বার গন্ধ;
মনুষ্যত্ব বিকিয়ে দেয়া অমানুষের গন্ধ,
বিবেক বন্ধক রাখা পুঁজিবাদীর গন্ধ;
শ্রমিকের রক্তে রাঙা হাতে মাংসের গন্ধ,
বিত্তশালীর মৃত্যুর পর কর্পুরের গন্ধ;
সাম্যের বুলি আওড়ানো শাসকের হাতে বারুদের গন্ধ,
নিরপরাধ প্রাণ ঝলসানো বার-বি-কিউ এর গন্ধ;
ক্ষুধার জ্বালায় ছটফট করে মরা মানুষের গন্ধ,
বাতাসে লাশের গন্ধ...
তোমরা কি কোন গন্ধই পাও না?