একটি কবিতা লিখব বলে
দুই যুগ আগে ছেড়েছি মায়ের কোল
দিগ্‌ভ্রান্ত হয়ে অতিক্রম করেছি বহু ক্রোশ
সকল বন্ধন ছিন্ন করে পাড়ি দিয়েছি বন্ধুর পথ

একটি কবিতা লিখব বলে
দুই যুগ আগে ছেড়েছি বাবার হাত
নির্বিকার ছুটে চলেছি নির্দিষ্ট গন্তব্যে
আড়ম্বরতা ছেড়ে বেছে নিয়েছি রাজপথ

একটি কবিতা লিখব বলে
কতদিন পাইনি প্রেয়সীর ঘ্রাণ
ত্যাগ করেছি ভুবনের সমস্ত ভোগবাদ
শুধুই খুঁজে চলেছি নিজের অস্তিত্ব

একটি কবিতা লিখব বলে
ছেড়েছি আমিত্ব, মায়া, স্পর্শ
ছেড়েছি সুখ, অহংকার, অর্জন
ছেড়েছি অংশ, লোভ, মাৎসর্য

আমি নিতান্তই অক্ষম
আমার কবিতাটি এখনও লেখা হয়ে উঠে নি