লিখব না আর এমন কিছুই
"গণতন্ত্র মুক্তি পাক",
থাকবে না আর আমার লেখায়
"জিন্দাবাদ" বা "নিপাত যাক"।

তার চেয়ে ভালো লিখব শুধু
প্রকৃতি ও প্রেমের গান,
পাহাড়-পর্বত, সাগর-নদী,
ফুল-ফল ও পাখির তান।

কী আর এমন হবে লিখে?
বদলাবে কী চরিত্র?
"ইজারা"তো তাদের নেয়াই আছে
তারা ফুলের মতো পবিত্র!

চোখ বন্ধ রেখে অন্ধ হয়ে
সয়ে যাব সব মুখ বুজে,
বলব না আর কোনো কথাই
গুম করে দিবে খুঁজে খুঁজে।

মামলা দিয়ে হামলে পড়বে
যদি একটু এদিক-ওদিক হয়,
"আইন-আদালত টাকায় চলে"
সক্রেটিস বলেছেন, আমি নয়।

পরিবর্তন কে এনেছে কবে?
কবির কলমকে বধ করে,
বিবেক থাকলে কলম চালাও
দিও না কভু রদ করে।