শেকড় ছেড়ে আসা আত্মার টানে
ঝলসানো রাতে প্রিয়ার ঘামের ঘ্রাণে
হৃদয় পোড়ানো রৌদ্রোজ্জ্বল দিনে
ঘন কুয়াশায় মত্ত পাখির গানে
মাংসপিণ্ড দেখে লোভাতুর নয়নে
কর্মোদ্যম হারায় অহেতুক কারণে
হিংস্রতার উদ্রেক স্নায়ুর গর্জনে
ক্ষত-বিক্ষত করে দিয়ে যায় প্রাণে
মস্তিষ্ক বিকৃত হয় শরীরের আহবানে
'ওষ্ঠ'ই জানে কেবল বিদ্রোহের মানে