নেয়ার সময় পুরাই নিলা আমার সরল 'দিল' টা,
দেয়ার সময় কী যে দিলা - পাই না খুঁজে মিল টা!
তোমার বাপকে ভালোবেসে দিয়েছিলাম ভোট টা,
এখন তোমার আশেপাশের সবাই যে চোর চোট্টা!!
শোনার পরেই নামাজ-রোজা সব দিয়েছি বাদ,
কারণ আমরা যেথায় আছি সেটা এক জান্নাত!
বেহেশতে তো থাকে না দিন-রাত্রির তফাত,
তাই মোরা বুঝতে না পারি এখন দিন না কি রাত!!
আগে জানতাম মরার পরে যাওয়া যায় জান্নাতে,
আমার চিন্তার ঘোর কেটে যায় পরিবারের কান্নাতে!
ঘরে নাই কোন খাবার দাবার - বাজারে বলে যেতে,
ওদের আমি ক্যামনে বুঝাই বেহেশতে কী আছে ক্ষিদে?