পরিবর্তনে আগ্রহ নেই
ভাত-ই খাবো, সুজি না
দুই দিন পর পর দল পাল্টাব
আমরা অতটা চুজি না!
সরকারের দোষ দিয়ে কী লাভ?
আমরা তো আর হাজী না
নিজের মাথায় কাঁঠাল ভেঙে
কেউ কখনো সং সাজি না!
সবার সঙ্গে ভাগ বাটোয়ারা
করাটা এতটা ইজি না
কথায় কথায় বাগড়া বাধায়
নিজের লাভ ছাড়া কেউ রাজি না
আমাদের যে বুঝ দিতে আসো
আমরা কী কিছু বুঝি না?
সরিষার ভিতর ভূত রেখে দিছ
তাই তো আর সরিষা খুঁজি না
আমরা জনগণ খুবই ভালো
কাঠের পুতুল, পাজি না
মুখে ময়লা গেলে কুলি-ই করি
দাঁত তো কেউ আর মাজি না!!