স্কুল, কলেজে পড়াশোনায়
মারিনি কখনো ডাব্বা;
তখন যিনি গাইড করতেন
তিনিই আমার আব্বা।
স্কুলে থাকতে পরীক্ষার পর
আবার পরীক্ষা দিতাম তার কাছে;
ভাবতাম তিনি সবই জানেন
আসলে ছিল সবই মিছে।
ছোট একটা চাকরি করে
সংসার চালাতেন কষ্ট করে;
তবুও অনেক সুখ ছিল
আমাদের সেই ছোট্ট ঘরে।
মাঝে মাঝে এমন হতো
ঘুমুতে যেতাম উনি না ফিরতেই;
সকালে উঠে আবার দেখতাম
উনি বেরিয়ে গেছেন আমি না উঠতেই।
কত ঈদ কাটিয়ে দিয়েছি
নতুন জামা না পরে;
শখের জিনিস পাইনি কিছুই
শুধু বেঁচে ছিলাম না মরে।
১৭ বছর আগে বের হয়েছি
কলেজে পড়তে ঘর থেকে;
প্রতিদিনই ফোন করে
খোঁজ খবর নেন সেই থেকে।
মনে পড়ে না শেষ কবে
আদর পেয়েছি তার কাছ থেকে;
শেষ কবে কথা বলেছি
তার চোখে চোখ রেখে।
আমিও এখন বাবা হয়েছি
সন্তানদের যখন আদর করি;
আব্বাকে খুব মনে পড়ে
আব্বাকে খুব মিস করি।