সূর্যরে তুই মানুষ চিনলি না,
কোথায় আলো ফেলিস কাজে দিলি না।
কিসের নেশায় আপন করে নিলি,
কেনো থাকো একা
নিরিবিলি।
আলোকে দিলি আলো,
আধাঁর চিনলি না।
আলো পেয়ে আজ কাজে দিলি না।
ঘনো ঘনো মেঘ ডেকে দিলো সূর্য,
আলো হারিয়ে আজ আধাঁরে পূর্ণ।
দলবেঁধে আসছে মেঘ,
আলো দিলি না।
টগবগিয়ে আসলো ভিজলী,
টাপুরটুপুর বৃষ্টি।
সময় বুঝে চলে যাও,
কেন আধাঁর বানিয়ে।
আজ আমি একা ভিজি দু'কুলে,
দে না আলো দেখি দু'চোখে।
বৃষ্টিতে ভিজি দু'কুলে।