মাটির ঘ্রাণ
:':':':':':':':':':':'সোলাইমান।
মাটি শক্তি, মাটি মা।
সে যে আমার জন্মস্থান।
মাটির ঘ্রাণ নিতে আমি,
বার বার ফিরে আসি।
যখন ফিরে আসি বাড়ি,
'মা' ও শক্তি পাই রাশি রাশি।
'আমি' ও শক্তি পাই কুশল-বিনিময়ে,
বন্ধু বান্ধব সবাই মিলে,
থাকি 'চা' এর দোকানে।
নয় একা আমি,
আসি যখন বাড়ি।
মাটির ঘ্রাণ নিয়ে আমি,
থাকি সবার পাশাপাশি।
মাটি শক্তি দিয়ে গড়ে তুলে,
ভিন্নতর গাছ ও লতাপাতা।
আমি বাড়িতে আসলে শক্তি পাই,
ভিন্ন ভিন্ন বন্ধু ও আত্নিয়-সজন।
মাটি যে আমার সম্মান,
মাটি যে আমার মান।
মাটি যে আমার জন্মস্থান,
তোময় করি যে অনেক সম্মান।
তুমি রুপের রানি,
তুমি যে আমার মায়ের খনি।
মায়ের কাছে মাটির ঘ্রাণ,
তাই বার বার ফিরে আসি।