মহান বিজয় বাংলার (শেষ পর্ব)
≠≠≠≠≠≠≠≠≠≠সোলাইমান
আমরা পাই, পাই স্বাধীন বাংলাদেশ।
পাই রক্তিমা লাল সূর্যের, ১৬ ডিসেম্বর প্রথম সূর্য।
আরও পেয়েছি লাল -সবুজের স্বাধীন পতাকা।
সর্বশেষ পেয়েছি সকল শহিদদের সঠিক সম্মান।
তাই আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভরে সমরন করছি,
যারা জীবন দিয়েছে, সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছে।
প্রত্যেক জাতির, প্রত্যেকের হৃদয়।
আমরা তাদের ভূলব না,
তাদের আমরা ভূলব না।
তাদের প্রতি রয়েছে জাতির পক্ষথেকে,
হৃদয়েরর মণিকোঠায় সঞ্চিত প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন।
সর্ব সময় পরম দয়াময় আল্লাহর কাছে চাই জান্নাত।
হাজার কণ্ঠে চাই জান্নত, চাই জান্নত।
শহিদদের দিও সবাইকে জান্নাত।