মহান বিজয় বাংলার(দ্বিতীয় পর্ব)
≠≠≠≠≠≠≠≠≠সোলাইমান
যদি খুজে পাও একটু দিও আমায় !
দেখতে আজ ইচ্ছে করে মুক্তিযোদ্ধার রক্ত আবার,
অবিচার - অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে।
জাতী আজ শান্তি চায়, চায় সেই স্বাধীনতা।
বিজয় দিবস আজ পালিত হচ্ছে, যার যার আছে ক্ষমতা।
তাই জাতী আজ ফুঁসছে দ্রোহের আগুনে।
বাংলার ভূমিতে ছিল সংগ্রামী নেতা শেখ মুজিব,
ছিল বিদ্রোহী নেতা মেজর জিয়া, অকুতোভয় র্নিভিক যোদ্ধা।
ছিল আরও ছিল, শতশত বিদ্রোহী ও সংগ্রামী নেতা-নেত্রী।
তাদের অসীম সাহসিকতা, বীরত্ব ও আত্নত্যাগ,
আর অবর্ণনীয় দুঃখ কষ্ট উৎরে যাওয়ার এক বড় ক্যানভাস।