পাগলা স্টিমার
...........সোলাইমান.
ঘুম ঘুম এই মন রং লাগিলো।
লঞ্চ,ট্রলার ও স্টিমারের আওয়াজ,
ঘুমকেড়ে নিলো দুপুর রাত্রে।
চারদিক অন্ধকার একটু একটু আলো জ্বলিল।
সবই নিচুপ ঢ়েউগুলো প্রকট।
পাগলা হাওয়া মণ কাড়িল।
দৃশ্য গুলো ঢ়েউ এর মতো।
একটা বড় একটা ছোট।
দূরের আসমান ছোয়া যেন,
লতা পাতা, গাছ।
মনে হচ্ছে স্টিমার দোলাচ্ছে ঢ়েউয়ে।
বাতাসগুলো কর্ণে কর্ণে বলে,
তুমি ধরো আমাকে।
ভয় পেওনা, ভয় পেওনা নক্ষত্র জ্বালে।
দেখছি না আমি কিছু।
ছায়াচিত্র নেই যে আমার পিছু।