"""আশা"""
সোলাইমান
চাইনি আমি সুখ
দেখিয়েছো রঙ্গিন মুখ।
চাইনি আমি দুঃখ,
সময় দিয়েছো রাত-দুপুর।
চেয়েছি একটু ভালোবাসা,
ভেঙ্গে নিয়েছো এ মনের আসা।
চেয়েছি একটু বিবেক,
"মিটিয়েছো মনের আবেগ।
সময় একটু ছিলো,
হাসি আনন্দের আবেগ।
সমস্যা নাহি ছিলো,
একটি মনের বিবেক।
'ছিলো এই মনে আসা,
রাত-দুপুর বাধঁবো পাখির মতো বাসা।
ছিলো এই মনের কথা,
পাশে থাকবো হার মানবো না।
সময় এলো,দেখিয়ে দিয়েছো,
তোমার সব চিত্র অঙ্কন।
সময় গেলো ফুরিয়ে,
চিনতে ভূল করিনি একটু এগিয়ে।
প্রিয়া প্রিয়া বলে ডাকি,
সারা দেওনি দুঃখ-কষ্টর সময়।
ভালোবাসি ভালোবাসি বলে এগিয়েছি,
ভিতুর মতো চিছনে গিয়েছো সবসময়।
পিছু ছাড়িনি তোমার,
ছাড়তে দেয়নি এই মনের বিবেক।
পিছু হাটছি তোমার,
দেখনি চেয়ে কেঁদেছি বারে বার।
ভালোবাসার জানালাটা দিলাম আজ আটকিয়ে,
ভিক্ষুকের মতো দাড়িয়ে আছি ভিতরে।
নেই আজ পাশে অন্ধকারও যে হাসে,
একা একা সুখ পাই তোমায় ভেবে।